২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক আটক

আমাদের প্রতিদিন
9 months ago
260


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার  হাবিবুর রহমান।

বিজিবি সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট  ক্যাম্পের বিজিবির একটি টহলদল খলিশাকোঠাল সীমান্তে  অভিযান চালায়। অভিযানে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪-এর সাব  পিলার ২ এসের পাশ দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে ভারতে যাওয়ার সময় আইয়ুব আলী (৪২) নামের এক বাংলাদেশিকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয় । আটক বাংলাদেশী হলেন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth