দিনাজপুরের ঘোড়াঘাটে রিক্সাভ্যান চালক ও মাছ ব্যবসায়ী নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ রিক্সাভ্যানকে চাপা দিলো কাভার্ডভ্যান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় আব্দুল গোফ্ফার (৬৮) ও আনোয়ার হোসেন (৫০) নামে দুই ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।
নিহত আব্দুল গোফ্ফার রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেন। সে একজন রিক্সভ্যান চালক। অপর নিহত আনোয়ার হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে। আনোয়ার হোসেন একজন মাছ ব্যবসায়ী। আটক কাভার্ড ভ্যান চালক সিদ্দিক মিয়া (৪০) দিনাজপুর শহরের রামনগর মহল্লার শেখ ওসমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটির সামনে রাস্তার ধারে সারিবদ্ধভাবে ১০/১২টি রিক্সাভ্যান দাঁড়িয়ে ছিলো। সকাল ৭টার দিকে একটি কাভার্ডভ্যান দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিক্সাভ্যানগুলোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিক্সাভ্যান চালক আব্দুল গোফ্ফার। আহত হন ৪ জন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন। অপর আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।