২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

গঙ্গাচড়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
5 days ago
119


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃংখলা পরিস্থতি নিয়ে উপজেলার ৯২টি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। সভায় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সদস্য সচিব আইয়ুব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্ট আহবায়ক তপন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth