২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

রংপুরে পিআইবি’র বুনিয়াদি প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

আমাদের প্রতিদিন
1 week ago
84


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ৩ দিন ব্যাপী পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও  সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর শালবন সেন্টাল রোডস্থ সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি ও  রংপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল সহ রংপুরের আট উপজেলার ৩৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী প্রশিক্ষণের রিসোর্সপার্সন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, বাংলাভিশন টিভির সিনিয়র বার্তা সম্পাদক রহুল আমিন রুশদ, জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন,পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ।

প্রশিক্ষণে সংবাদের ধারনা, সংবাদ সূচনা, সংবাদের শিরোনাম, বিভিন্ন ধরনের সংবাদ লেখার কৌশল, সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান, অনুসন্ধানী রিপোটিং সহ সংবাদ বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth