শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে রসিকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দূর্গাপুজা—২০২৪ উদযাপন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রংপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ভারপ্রাপ্ত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন । এসময় প্রধান অতিথি রসিকের প্রশাসক মোঃ আজমল হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের মত এবারো রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় ১৪৯ টি মণ্ডপে পূজা উৎযাপিত হবে। মন্ডপগুলোতে লাইটিং—এর ব্যবস্থার পাশাপাশি রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন বিষয়ে ব্যাবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলের রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্ত জয়শ্র রানী, সম্পত্তি শাখার প্রধান মৌসুমী আফরিদা, তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত, বীর মুক্তিযোদ্ধা রাম কৃষ্ণ সোমানী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা কমিটির সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পিযুষ চন্দ্র সরকার, পুজা উদযাপন পরিষদ মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সহ রংপুর সিটি কর্পোরেশনের আওয়াতাধীন সকল থানা কমিটির নেতৃবৃন্দ।