রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পূর্বগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমুল হোসেন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার মধ্যভাঙ্গা মোড়ের নজরুল ইসলামের ছেলে। তিনি নগরীর ধাপ মেডিকেল পাকার মাথা এলাকায় ভাড়া থেকে আইকন ড্রীমস স্কুলে পরিবহন ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই সোহেল রানা।
মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের সুবাদে নাজমুল ওই স্কুল ছাত্রীর সাথে সখ্যতা গড়ে তোলে। গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় ওই স্কুল ছাত্রীকে ফুসলিয়ে কালো বোরখা পড়িয়ে নাজমুল মোটরসাইকেলে করে নগরীর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে দুপুর বেলা নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের আল—আমিন আবাসিক হোটেলে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে নাজমুল। এ সময় ধর্ষণের কথা পরিবারের সদস্যদের জানালে ক্ষতি হবে বলে নাজমুল ওই ছাত্রীকে হুমকি দেয়। পরে বিকেল ৩টার দিকে ওই ছাত্রীকে মোটরসাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় নাজমুল। ওই ছাত্রী বাসায় এসে অসুস্থ্যতা বোধ করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রবিবার মেট্রোপলিটন কোতয়ালী থানায় নাজমুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই সোহেল রানা বলেন, আসামীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।