২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
4 days ago
11


রবি সংবাদদাতা:

ছাত্রলীগের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র সরবরাহকারী এবং নিপীড়কদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১ টার দিকে ফ্যাসিবাদ নির্মুল কমিটি (ফ্যানিক-২৪) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা রাজনীতির নামে হলে অস্ত্র মজুদ করে যেসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

মানববন্ধনে ফ্যাসিবাদ নির্মূল কমিটির সদস্য অনিক আহমেদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। এবং সে সময় বিশ্ববিদ্যালয়ের হল সহ প্রশাসনে যারা দায়িত্বশীল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশকে গুলি করার যে অনুমতি দিয়েছিল তাদেরকেও বিচারের আনতে হবে

ফ্যাসিবাদ নির্মুল কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, জুলাই বিপ্লবকে প্রতিহত করার জন্য শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ আমাদের উপর যে হামলা চালিয়েছিল ; সেই সন্ত্রাসী ছাত্রলীগের কিছু সদস্য এখন ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোন বিচারের আওতায় আনতে পারেনি। প্রত্যেক হলে যে ধরনের অস্ত্র পাওয়া গেছে, সে অস্ত্রগুলো নিশ্চয়ই সাধারণ ছাত্রদের উপর নির্যাতনের জন্য ব্যবহার করা হয়েছিল। তারা হলে হলে টর্চার সেল গঠন করেছিল। আমরা চাই যারা হলের ভিতর টর্চার গঠন করেছিল এবং অস্ত্র মজুদ করেছিল তাদের বিরুদ্ধে মামলা ও আইনি ব্যবস্হা নেওয়া হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসন কছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্হা নেওয়ার দাবি জানাচ্ছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth