পীরগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকের মত বিনিময়
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক এর সঙ্গে পীরগঞ্জের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপরে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । মত বিনিময় সভায় অফিসার ইনচার্জ এমএ ফারুক পীরগঞ্জ উপজেলার আইন পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, আমি এখানে কোন দলের হয়ে আসিনি । বর্তমান অন্তবর্তী সরকারের দায়িত্ব পালনের জন্য এসেছি । আমি সম্পুর্ণ নিরপেক্ষ থেকে পীরগঞ্জ বাসীর সেবা করতে চাই । আর এ জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। আপনাদের সহযোগীতায় পীরগঞ্জ উপজেলাকে অপরাধ মুক্ত করতে পারলে নিজেকে সার্থক মনে করবো । তিনি মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর এমএ ফারুক পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন । এর আগে তিনি সিআইডিতে কর্মরত ছিলেন বলে জানাযায়।