২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

রংপুরে আইন কলেজের দূর্নীতি, অনিয়ম বন্ধে মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 week ago
52


নিজস্ব প্রতিবেদক:

রংপুর আইন কলেজের দূর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন রংপুর আইন কলেজের সকল ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় রংপুর আইন কলেজের ছাত্র ছাত্রীর ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজার সংলগ্ন রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে ছাত্র ছাত্রীরা জানান, রংপুর আইন কলেজের কর্তৃপক্ষ নানা ধরনের দূর্নীতি ও অনিয়ম করে আসছে। যথা- ভর্তির নির্ধারিত কোন সময়সীমা নেই, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি গ্রহন, আবার ভর্তির পরে কোন ছাত্র-ছাত্রী যদি মাস্টার্সে পড়ে তবে অতিরিক্ত ফি গ্রহন এছাড়াও সার্টিফিকেট দেয়ার নামে ছাত্র-ছাত্রীদের জিম্মি করে টাকা উত্তোলন। প্রতিনিয়ত বিধি বহির্ভূতভাবে ভর্তি করার কারণে শেষন জটসহ নানা সমস্যা হচ্ছে এছাড়াও অনেক ছাত্র-ছাত্রী অর্থ অভাবে আইন বিষয়ে পড়ার স্বপ্ন নষ্ট হচ্ছে। এ সময় তারা সরকারের ও প্রশাসনের কাছে দাবি করে বলেন, আমাদের বিষয়গুলোন সরেজমিন তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থাগ্রহন করা হোক। আমরা দূর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত কলেজ চাই। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আইন কলেজের ছাত্র-ছাত্রী মনোয়ারুল হক, হুমায়ুন কবির, ইসমাইল হোসেন, রিপন খন্দকার, আকিব খন্দকার, শিখা আক্তার, বুলবুল ইসলাম প্রমূখ। উক্ত মানববন্ধনে আইন কলেজের বৈষম্যের শিকার সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth