২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

অক্টোবর সেবা পক্ষ ও সেবা মেলা উপলক্ষে রংপুরে লায়ন্স ক্লাবের নানা কর্মসূচী পালন

আমাদের প্রতিদিন
1 week ago
55


নিজস্ব প্রতিবেদক:

অক্টোবর সেবা পক্ষ ও সেবা মেলা উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালন করেছে আন্তজার্তিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, লায়ন্স ক্লাবের জেলা গভর্ণর মোহাম্মদ হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অক্টোবর সেবা পক্ষের চেয়ারম্যান ও প্রথম ভাইস গভর্ণর শংকর কুমার রায় মনা, দ্বিতীয় ভাইস গভর্ণর মোহসিন ইমাম চৌধুরী, কেবিনেট সেক্রেটারী এজাজ আহমেদ, কেবিনেট ট্রেজারার লায়ন পুলক, রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাব) বানিউল আলম বাবু, অক্টোবর সেবা পক্ষ ও মেলা আয়োজন কমিটির চেয়ারপার্সন এনামুল হক সোহেল, কো—চেয়ারম্যান রানা আজহার, সদস্য সচিব মোস্তাফিজ আহমেদসহ অন্যরা। এরপর রংপুর বিভাগের ৮ জেলার ১৬টি ক্লাবের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী সৈয়দপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সেবাপক্ষের উদ্বোধনী দিনে অসহায়দের মাঝে ছাগল বিতরণ, অস্বচ্ছল পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ব্যাটারী চালিত ভ্যান বিতরণ, ভাসমান—ছিন্নমূলদের মাঝে শাড়ি—লুঙ্গি, উন্নতমানের খাবার ও গাছের চারা বিতরণ, শিক্ষার্থীদের ক্রীড়া সরঞ্জাম ও শিক্ষা উপকরণ বিতরণ, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ডায়াবেটিস, চক্ষুসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth