২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আমাদের প্রতিদিন
1 week ago
47


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর (৭) ও হোসাইন মিয়া (৮) নামে দুই শিশু মারা গেছে। সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। নিহত হোসাইনের বাবা—মা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকুরী করায় তাকে  সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়ীতে রাখা হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপরে বাড়ীর পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে  আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে মরদেহ দু’টি উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার এস.আই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে সুরতহাল শেষে লাশ দু’টি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth