২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

গঙ্গাচড়ায় ইসলামিক রিলিফের আলো প্লাস প্রকল্প অনিয়মের মধ্য দিয়ে দায়সারাভাবে সম্পন্ন মতবিনিময় সভা

আমাদের প্রতিদিন
1 week ago
63


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আলো প্লাস প্রকল্পের আওতায়  বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় “এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসিয়ালী বৈধতা পেতে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে দায়সারাভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে উপজেলা পরিষদ হলরুমে।

অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক এরশাদুল ইসলাম সুচনা বক্তব্যে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়িত কাজের বর্ণনা কাগজে-কলমে উপস্থাপন করলেও বাস্তবে তার প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে গঙ্গাচড়া অফিসের প্রকল্প ব্যবস্থাপক এবং ইসলামিক রিলিফের ঢাকা অফিসের যোগাযোগ সমন্বয়কারী সামিউল আযম নিজেদের কার্যক্রমের বর্ণনাই মাত্র প্রদান করেছেন। অনুষ্ঠানের ব্যানারে “মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন” লেখা থাকলেও প্রকল্প পরিদর্শণ তো হলরুমে সম্ভব নয়, তাই কবে কোথায় কিভাবে হবে তা জানতে চাইলে সে উত্তরও প্রদান করেননি কর্মকর্তারা।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী, উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ২৫ জন স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্প ব্যবস্থাপক এরশাদুল ইসলাম বলেন, আলো প্লাস প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার জানেন।

এ বিষয়ে সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না জানান, আমাকে কেবল কাগজ কলমে জানানো হয়েছে, কোন কাজ পরিদর্শন করতে দেয়া হয়নি। তাই প্রকল্প কাজের অগ্রগতি বা বাস্তবায়ন সম্পর্কে আমার বাস্তব ধারণা নেই।

উপস্থিত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান বলেন, আমাকে সুবিধাভোগী কয়েকজন মায়ের কাছে নেয়া হয়েছিল মাত্র।

৪ বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সময় বেশ ঘটা করেই মতবিনিময় সভা করা হলেও বিগত ৪ বছর প্রকল্পটি সাংবাদিকদের নজরের বাইরেই রাখা হয়েছিল বলে উপস্থিত কয়েকজন সাংবাদিক অভিমত ব্যক্ত করেন। যা প্রকল্পটি বাস্তবায়নে বড় ধরণের অসামঞ্জস্যতা রয়েছে বলে অনুমানের সুযোগ সৃষ্টি করেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth