পলাশবাড়ীতে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা):
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। সভার এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল,উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, থানার অফিসার ইনচার্জ (ভার:) লাইছুর রহমান,পৌর বিএনপির সেক্রেটারি ও উপজেলা যুব দলের সভাপতি মোশফেকুর রহমান রিপন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক সুবীর কুমার,জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান নিক্সন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয় এ বছর পলাশবাড়ী উপজেলায় ৫৮ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।প্রতিটি পুজামন্ডবে আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করবে বলে জানাযায়।গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ পুজা মন্ডবে বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ছাড়া ও মন্দিরগুলোত সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটবে।