হাইওয়ে পুলিশের চাঁদাবাজি চালকদের মহাসড়ক অবরোধ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে রংপুরের তারাগঞ্জ—দিনাজপুর মহাসড়ক অবোরধ করেছেন পিকাপ, মাইক্রোবাস ও ট্রাকের চালকরা। গতকাল বুধবার তারাগঞ্জ নতুন ও পুরাতন চৌপথী এলাকার সামনে মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন চালকরা। এতে রংপুর—দিনাজপুর মহাসড়কে দুই—তিন এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত হাইওয়ের থানার এস আই পারভের শাস্তির দাবীতে দাঁড়িয়ে পড়েন প্রায় ২০০জন চালক ও সহকারীরা। তারা পুলিশের বিরুিদ্ধে চাঁদা না দিলে মামলার করে হয়রানীর প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। চালকদের অভিযোগ, সব বৈধ কাগজপত্র থাকলেও তারাগঞ্জ থানার হাইওয়ে পুলিশ গাড়ি দার করিয়ে প্রতিবার ৩০০ থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত দাবি করে হাইওয়ে পুলিশ। না দিলে বিভিন্ন ধারায় মামলা দেয়। ট্রাক চালক আতিয়ার রহমান বলেন, তিনি তারাগঞ্জ থেকে ট্রাকে ধান নিয়ে ভৌরবের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় তারাগঞ্জ হাউওয়ে থানার পুলিশ তার ট্রাক আটক করে কাগজপত্র দেখতে চান। এসময় তার নিকট থেকে হালকা ড্রাইভিং লাইসেন্স পাওয়া প্রথমে মামলা না দেয়ার কথা বলে এক জাজার টাকা চাঁদা দাবী করেন এস আই পারভেজ। পরে টাকা দিতে অপারগতা স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা মামলা দিয়ে জরিমানা করেন। মাইক্রোবাস চালক রাসেল মিয়া বলেন, আমরা চালকরা পুলিমের টাকা দিতে গিয়ে সর্বস্বাস্ত হয়ে যাচ্ছি। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খাঁন শরিফুল ইসলাম, পুলিশের বিরুদ্ধে চাঁদা গ্রহনের কথা অস্বীকার করে বলেন, পুলিশ চাঁদা নিলে মামলা কেন দিবে।