রংপুরের রোভার স্কাউটদের সম্মেলিত উদ্যোগে বন্যাত্যদের মাঝে ত্রান বিতরণ
খবর বিজ্ঞপ্তির:
সেবা'র মূলমন্ত্র কে ধারন করে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) রংপুর এর উদ্যোগে সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলে বন্যা কবলিত ও নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে রোভারদের ভালোবাসা স্বরূপ ত্রান বিতরণ করা হয়েছে।
২ ও ৩ অক্টোবর ২০২৪ বুধ ও বৃহস্পতিবার রংপুর জেলার কাউনিয়া উপজেলার ঢুষমারা চর এলাকায় বন্যায় কবলিত প্রায় দুই শতাধিক পরিবার ও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষ খোচা ইউনিয়নের বাহাদুরপুর এলাকার বন্যা কবলিত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে রোভারদের ভালোবাসা স্বরূপ ত্রান বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো ৩কেজি চাউল, ১কেজি ডাউল, ১/২কেজি লবন, ১লিটার সয়াবিন তৈল, ২কেজি আলু, ১কেজি চিড়া, লাইটার ও মোমবাতি।
বাংলাদেশ স্কাউটস রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহদাল) রংপুর এর গ্রুপ সম্পাদক ও প্রতিষ্ঠাতা পরিচালক রেজওয়ান হোসেন সুমন জানান, স্কাউট আন্দোলনের মাধ্যমে উদ্ধুদ্ধ হয়ে রংপুর জেলা রোভারের রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) এর উদ্যোগে এবং জেলা রোভারের আওতাধীন রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট, সরকারি বেগম রোকেয়া কলেজ গার্লইন রোভার স্কাউট গ্রুপ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, কাউনিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ ও ওব্যাট স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) রংপুর এর রোভার ও গার্লইন রোভারদের সম্মেলিত অংশগ্রহণে নগরীর বিভিন্ন স্থান হতে ত্রান সংগ্রহে করে তা বন্যায় কবলিত ও নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরন করা হয়েছে।
ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের সহকারি কমিশনার (গার্লইন স্কাউট) মোসাঃ রেবেকা ইয়াসমিন, জেলা রোভারের সাবেক সিনিয়র রোভারমেট প্রতিনিধি রেজওয়ান হোসেন সুমন ও গার্লইন সিনিয়র রোভারমেট প্রতিনিধি রোকসানা খাতুন মায়া সহ ত্রান বিতরণ কার্যক্রমে সম্মেলিতভাবে অংশগ্রহণকারী ইউনিটের রোভার ও গার্লইন রোভার স্কাউট সদস্যবৃন্দ।
বন্যায় কবলিত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিতে পেরে যেমনটি আনন্দিত রোভাট স্কাউট সদস্যরা ঠিক তেমনটি আনন্দ ত্রান পেয়ে বন্যায় কবলিত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ।