২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

নাশকতা মালায় গ্রেফতার হলেন বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন মারুফ

আমাদের প্রতিদিন
1 month ago
173


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

উপজেলার বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন মারুফকে (৪৫) বৃহস্পতিবার  বিকেলে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। রংপুরের বদরগঞ্জ থানায় দায়েরকৃত হত্যামামলায় তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বদরগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।  বদরগঞ্জ থানায় দায়েরকৃত ওই মামলার (নং-১৬, তারিখ ১৬/০৯/২০২৪) বাদী বাদশা ওসমানী। ওই মামলায় মোহাইমিন মারুফকে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানা পুলিশ স্থানীয় গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগীতায় তাকে বৃহস্পতিবার  বিকেলে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এ মামলার এজাহারে প্রধান আসামী রয়েছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ ডিউক চৌধুরী।

গঙ্গাচড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত চন্দ্র প্রামাণিক জানান, মোহাইমিন মারুফকে গ্রেফতার করে থানায় আনার পর পরই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth