২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

গোবিন্দগঞ্জে প্রাথমিক শিক্ষকদের নবম ও দশম গ্রেডে বেতন প্রদানের দাবীতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 month ago
109


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড এবং পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের নবম গ্রেডে বেতন প্রদানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

গোবিন্দগঞ্জ বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন উপজেলা সড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—শিক্ষিকাবৃন্দ ঘন্টা ব্যাপী পালিত এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর্জা মোঃ শওকত জামান প্রধান, প্রধান শিক্ষক রুহুল আমিন জুয়েল, সহকারী শিক্ষক সাজেদুল করিম কাজল, কাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, কুকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল ইসলাম প্রমুখ। বক্তরা অবিলম্বে শতভাগ পদোন্নতিসহ সহকারি শিক্ষকদের দশম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন প্রদানের জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট জোর দাবী জানান। মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষকরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth