গঙ্গাচড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ মোঃ নুরুন্নবী, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ধামুর পূর্ব পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, কিশামত হাবু দাখিল মাদ্রাসার সুপার মোঃ রকি মিয়া, ঠাকুরাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজু আহমেদ, চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম চাঁদ।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।