২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রৌমারীতে শিক্ষকদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 month ago
73


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মূলফটকের সামনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়। এসময় সহকারি শিক্ষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম লিচু, তারিফুল ইসলাম, শাহিনা আক্তার, আব্দুল মালেক, শহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের ১৩তম গ্রেডে থেকে স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। তাই প্রাথমিকের সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth