৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুব‌কের হ‌দিস মে‌লে‌নি

আমাদের প্রতিদিন
4 months ago
193


কু‌ড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে ডু‌বে সাইদুর রহমান সোহান(২২) না‌মে এক যুবক নি‌খোঁজ  হ‌য়ে‌ছেন। নি‌খোঁ‌জের ২৪ ঘণ্টা অ‌তিবা‌হিত হ‌লেও তার কোনো সন্ধান পাওয়া যায়‌নি।

সোহান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। গত শুক্রবার(৪ অ‌ক্টোবর) বি‌কে‌লে ক‌য়েকজন বন্ধুসহ চিলমারী নদীবন্দর রমনা ঘাটে ঘুরতে আসেন তারা। এ সময় বন্ধুরা মি‌লে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নাম‌লে পা‌নির স্রো‌তে সাইদুর রহমান সোহান ডু‌বে যান। ২৪ ঘণ্টা পে‌রি‌য়ে গে‌লেও নি‌খোঁজ যুব‌কের হ‌দিস মে‌লে‌নি।

রংপুর থেকে চারজনের একটি ডুবুরি দল শনিবার সকাল থেকে উদ্ধার অ‌ভিযান অব‌্যাহত রে‌খে‌ছে ব‌লে চিলমারী ফায়ার সার্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির উপ-প‌রিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, শ‌নিবার সকাল থেকেই বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলমান ছিল। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অ‌ভিযান ব্যহত হচ্ছে৷ আবহাওয়া ঠিক হলে, অভিযান পুরোদমে পরিচালনা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth