২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

রাবি অধ্যাপক সুজন সেনের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 month ago
114


রাবি সংবাদদাতা:

দুর্নীতিসহ নানা অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় শিক্ষার্থীরা ড. সুজন সেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারী, অযোগ্য, প্রতারক, দুর্নীতির অভিযোগ করেন। বিভাগে শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণ, শহীদ জিয়াউর রহমান হলে প্রাধ্যক্ষের দায়িত্ব পালনকালে এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতি করেন বলে অভিযোগ করেন তারা। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশরীরে সাধারণ শিক্ষার্থীদের বিপরীতে অবস্থান নেন বলে জানান তারা।

এছাড়া "বয়কট বয়কট সুজন সেন বয়কট", "সুজনের দালালেরা হুঁশিয়ার সাবধান", "সুজনের চামচারা হুঁশিয়ার সাবধান",  "অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন", "সুজনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন", "দালালি না রাজপথ রাজপথ রাজপথ" এমনসব স্লোগান দিতে শোনা যায়।

এসময় মাস্টার্সের শিক্ষার্থী আবু রায়হান বলেন, আমরা চারুকলার শিক্ষার্থী, আমাদের পড়াশোনা বেশিরভাগ হাতে কলমে। তবে তিনি কখনো আমাদের হাতে কলমে শেখায় নি। ক্লাস নেন না ঠিকমতো। রুটিন অনুযায়ী ক্লাস না নিয়ে নিজের ফ্রি টাইমে উনি ক্লাসে আসতেন । তিনি সবসময় শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছাচারি আচরণ করতেন। তার বিরুদ্ধে কিছু বললে নানা ধরনের হুমকি দিত। এমনকি পরীক্ষায় ফেল করানোরও হুমকি দিত। আমরা চাইনা এখন কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ে থাকুক।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  আসাদ‌ সাদিক রাফি বলেন, ১৮ দিন আগে তদন্ত কমিটি গঠন হয়েছে তবুও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের বিভাগে কোনো তদন্ত কমিটির কাওকে রাখা হয়নি। এছাড়া তদন্ত কমিটির কেও কোনো শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেন নি। আমরা তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন বিষয়টি ভেবে দেখবো। তারা কি এসি রুমে বসে তদন্ত করছেন? এমন তদন্ত আমরা মেনে নিব না। তার যেন সঠিক তদন্ত করে বিচার করা হয় আমরা সেই দাবি করছি। এছাড়া তদন্ত কমিটি এবং প্রশাসন কে হুঁশিয়ার দিতে চাই তারা যেন নিরপেক্ষ তদন্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth