গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
রবিরার সন্ধ্যায় গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বিগত দিনে তাদের ওপর নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন। তারা তাদের বক্তব্যে বলেন- দীর্ঘ ১৭ বছর আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। সে সময়ে আমরা আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারিনি এবং সাংবাদিকদের সাথেও বসতে পারিনি। আজ আমরা মুক্ত ও স্বাধীনভাবে কার্যক্রম শুরু করেছি।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী
তার বক্তব্যে বলেন, আমরা সাম্প্রদায়িক দল নই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোনো ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল না।
সভায় জামায়াত নেতারা সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমসহ সকল অনুষ্ঠানের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াত নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।