তারগঞ্জে খেলনা পিস্তুল দিয়ে বন্ধুর সহপাটিকে ভয় দেখাতে এসে কিশোর জেল হাজতে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
তারগঞ্জে খেলনা পিস্তুল নিয়ে বিদ্যালয়ে এসে বন্ধুকে ভয় দেখানোর সময় পিয়াল হাসান (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত রোববার সকাল সাড়ে ১১ টায় খেলনা পিস্তুল নিয়ে স্কুলে প্রবেশ করে দশম শ্রেনীতে পড়–য়া বন্ধু জোবায়ের ইসলামকে ভয় দেখাতে গিয়ে আটক হয় কিশোর পিয়াল হাসান। এসময় খেলনা পিস্তুলের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তার কাছ থেকে দেশীয় অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন। পরে পুলিশ তাকে থানার হেফাজতে নেয়। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি শিক্ষক কিশোর পিয়াল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, জোবারের ও পিয়াল হাসান পাপ্পু খুবেই ঘনিষ্ট বন্ধু। জোবারের তারাগঞ্জ মডেল সরকারি বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী হলেও পাপ্পু ওই বিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও বিদ্যালয়ে ক্লাশ চালাকালিন সময় প্রায় স্কুলে প্রবেশ করে শ্রেনী কক্ষে গিয়ে শিক্ষার্থীদের বিরক্ত করতেন। এ ঘটনায় পাপ্পুর বন্ধু জোবারের ও শিক্ষকেরা তাকে নিষেধ করেছেন অনেক বার। কয়েকদিন আগে তারাগঞ্জ বাজারস্থ জয়নাল আবেদীনের পুত্র। স্থানীয় বাসিন্দা হওয়ায় পিয়াল হাসান পাপ্পু তারাগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালিন সময়ে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ভিতরে ঢুকে পরিবেশ বিঘ্নিত করে আসছিলো। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি—ধামকি প্রদান করা হতো। গত ৩ অক্টোবর বিদ্যালয় চলাকালিন সময়ে পিয়াল হাসান তার বন্ধু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র জোবায়ের ইসলামের সাথে দেখা করতে গিয়ে ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের উত্যক্ত করে। এসময় ১০ম শ্রেনীর ছাত্র মাশরাফি বাধা নিষেধ করিলে তাকে প্রকাশ্যে হুমকি—ধামকি দিয়ে পিয়াল সেখান থেকে চলে যায় । ঘটনার দিন গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টায় পুর্ব পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়ের ভিতরে ঢুকে পিয়াল হাসান ছাত্র মাশরাফিকে গালি—গালাজ করিতে থাকে।এক পর্যায়ে পিয়াল তার প্যান্টের পকেট থেকে একটি পিস্তুল বের করে মাশরাফির মাথায় ঠেকিয়ে দিয়ে হত্যার জন্য উদ্যুত্ব হইলে শিক্ষক—শিক্ষার্থীরা এসে মাশরাফিকে উদ্ধার করে এবং পিয়াল হাসানকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে এসে কিশোর পা্প্পুকে তল্লাশি করে তার শরীরের সাথে বাধা অবস্থায় একটি স্টিলের পাইপ যুক্ত চাইনিচ কুড়াল, সিলভার রঙ্গের খেলনা পিস্তুল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাত ৯টায় বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকিউল ইসলাম বাদী হয়ে তারাগঞ্জ থানায় কিশোর পাপ্পুরকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গতকাল সোমবার সকাল ১১ টায় পুলিশ অভিযুক্ত কিশোর পিয়াল হাসান কে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরন করেন। তারাগঞ্জ থানার তথ্য প্রদানকারি কর্মকর্তা ও এস আই আব্দুল লতিফ জানান, পিয়াল হাসানকে আটক করার সময় তার নিকট থেকে একটি চাইনিজ কুড়াল. একটি ষ্টিলের পাইপ ও একটি খেলানা পিস্তুল উদ্ধার করা হয়েছে।