৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

গোবিন্দগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আমাদের প্রতিদিন
9 months ago
236


গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত  ক্রীড়া প্রতিযোগিতা শেষে ওইদিন বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মহম্মদ আলী মিলনায়তনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদের সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকাররম হোসেন রানা, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। উল্লেখ্য, এ বছর গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে কাবাডি, দাবা ও সাঁতার ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth