গঙ্গাচড়ায় বন্যাকবলিতদের মাঝে মহানগর যুবদলের আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের বন্যাকবলিত মানুষজনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ (১০ অক্টোবর)বৃহস্পতিবার রংপুর মহানগর যুবদল এইআর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুবনেতা রফিকুল ইসলাম মিঠু, ওয়াহেদ মুরাদ, মামুন পারভেজ, পরশুরাম মেট্রো থানা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম, ২০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক নাদিম, গংগাচড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাব্বত হোসেন প্রমুখ। এছাড়াও রংপুর মহানগর ও গঙ্গাচড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।