৩০ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের কার্যালয় উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর ৩০ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। আজ (১০ অক্টোবর) বৃহষ্পতিবার রংপুর নগরীর সাতমাথা বিসমিল্লাহ হোটেল সংলগ্ন মতিয়ার মার্কেটে ৩০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের কার্যালয় উদ্ধোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগরের সদস্য সচিব এডঃ মাহফুজ উন নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ¦ কাওছার জামান বাবলা, মহানগর যুব দলের আহবায়ক নুরুন্নবী চেীধুরী মিলন, সদস্য সচিব আতিকুর ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম সম্পাদক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নূর হাসান সুমন প্রমুখ। ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৩০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মালেক নিয়াজ আরজু। মহানগর শ্রমিক দলের নেতা ফেরদৌস। উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জন, ৩০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক লিটন, যুগ্ম আহবায়ক মানু, ৩০ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক রনি সহ ৩০ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। তারা বর্তমানে ঘাপটি মেরে আছে। যেকোন সময় ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন বাংলাদেশকে নরসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদেরকে প্রতিহত করার জন্য কিএনটির নেতাকর্মীদেরকে সর্বদাই সজাগ থাকতে হবে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান।