তারাগঞ্জ হাইওয়ে থানায় নতুন ওসি যোগদান
আঃ রহিম, পাগলাপীর (রংপুর):
রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন মোঃ হাফিজুর রহমান। এ সময় নবাগত (ওসি) হাফিজুর রহমান বলেন জনগণকে নাগরিক সেবা প্রদান ও মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ নজরদারি, ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়িকে সনাক্ত করা সহ নানান কাজ করতে জনগনের সহযোগীতা চাই। তারাগঞ্জ হাইওয়ে থানাতে কোনো প্রকার দুর্নীতি চলবে না, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। নবাগত (ওসি) হাফিজুর রহমান আরো বলেন আমাদের প্রধান কাজ হল মহাসড়কে যানজট মুক্ত করে গাড়ির গতি ফেরানো ও মহাসড়কে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, রোদে তারাগঞ্জ হাইওয়ে থানার পক্ষে সর্বদা কাজ করে যাব, যেন কোন প্রকার অনিয়ম না হয় এবং যাত্রীরা সুন্দরভাবে নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। তাই আমরা মহাসড়কে পুলিশ টহল জোরদার করবো। এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানার নবাগত (ওসি) হিসাবে যোগদান করাই রংপুরের দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার (পাগলাপীর রংপুর প্রতিনিধি ) মোঃ আঃ রহিম পক্ষ থেকে জানাই অভিনন্দন ।