বিরলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বাজার মনিটরিং
বিরল প্রতিনিধি:
বিরলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় বিভিন্ন দ্রব্যের ক্রয় ও বিক্রয়মূল্য যাচাই করা হয়।আজ (১০ অক্টোবর) বৃহষ্পতিবার বিকেলে বিরল পৌরশহরের বিরল বাজারের বিভিন্ন দোকানপাটে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শনসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এ সময় প্রেস ক্লাব এর আহ্বায়ক আতিউর রহমান, সদস্য সচিব তাজুল ইসলাম, থানার এ এসআই পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। বাজার মনিটরিংকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ দোকানদারদের শারদীয় দূর্গোৎসব-২০২৪ উপলক্ষ্যে কোনধরণের কারসাজি হতে বিরত থাকার আহ্বান জানান। নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি দ্রব্যমূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা না হলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।