২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

ধনী ১০ দেশের তালিকা প্রকাশ করলো ফোর্বস

আমাদের প্রতিদিন
1 year ago
266


ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্কঃ

মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দেশটির বেশির ভাগই ইউরোপের। সংবাদমাধ্যম ফোর্বস ইন্ডিয়া জানিয়েছে, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাব থেকে এ তালিকা তৈরি করেছে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার নিয়ে তালিকায় প্রথমেই রয়েছে ইউরোপের লুঙ্মেবার্গ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের নিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার।

তৃতীয় ধনী দেশ ইউরোপের আয়ারল্যান্ড। দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার। চতুর্থ দেশটির নাম এশিয়া মহাদেশের সিঙ্গাপুর। যার মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

পঞ্চম অবস্থানে রয়েছে এশিয়ার দেশ কাতার। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার। তালিকার ষষ্ঠ দেশটির নাম এশিয়ার সংযুক্ত আরব আমিরাত। এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার।

ফোর্বস থেকে প্রকাশিত তালিকায় পর্যায়ক্রমে থাকা সপ্তম দেশের নাম সুইজারল্যান্ড। ইউরোপের এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার। অষ্টম অবস্থানে ইউরোপের দেশ সান মারিনো। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার। নবমটি হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার। আর দশম অবস্থানে রয়েছে নরওয়ে। ইউরোপের এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth