২৫ কার্তিক, ১৪৩১ - ০৯ নভেম্বর, ২০২৪ - 09 November, 2024

মালয়েশিয়ায় এক বাংলাদেশির গলা কাটা লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
4 weeks ago
62


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। জানা যায় দুর্বৃত্তরা হত্যা করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে একটি জঙ্গল থেকে ওই শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল। নিহত ব্যক্তিকে তার সহকর্মী বন্ধুদের সঙ্গে রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে ও জামাতে নামাজ পড়তে দেখা গেছে।

তিনি বলেন, এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করেন। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth