পীরগাছায় প্রধান শিক্ষকের দূর্ণীতি ঢাঁকতে মিথ্যাচারের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার নটাবাড়ী দ্বি—মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের নানা অনিয়ম—দুর্ণীতি ঢাঁকতে ভাড়াটিয়া লোকজন দিয়ে সংবাদ সম্মেলন ও এলাকার সুনামধন্য ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার করার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজ সেবক আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়ের ৭ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য দেন, শিক্ষক মশিয়ার রহমান, রীনা পারভীন, আনারুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য চাঁন মিয়া, পল্লী চিকিৎসক শাহজাহান মিয়া, সমাজ সেবক আনোয়ারুল ইসলাম বাবু, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসেন, চাকুরীচ্যুত নৈশ্য প্রহরী নুরুল ইসলামের স্ত্রী মমিনা বেগম, শিক্ষার্থী মোন্তাছুর রহমান মারুফসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, দুণীর্তিবাজ প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির নিজের অপকর্ম ঢাঁকতে তার স্ত্রী—কন্যা, শালী—শালক ও শ^শুর বাড়ির লোকজনসহ ভাড়াটিয়া লোক দিয়ে সমাজ সচেতন এলাকাবাসীর নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তিনি এলাকাবাসী ও আন্দোলনরত শিক্ষকদের হুমকি—ধামকি দিচ্ছেন। প্রধান শিক্ষক আন্দোলনরত কিছু এলাকাবাসীকে অর্থের বিনিময় নিজের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করছেন। যারা প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে আগে বক্তব্য দিয়েছে, তাদের অর্থের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের সুষ্ঠ শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়।
প্রতিবাদ সমাবেশে আগামী ২৪ ঘন্টার মধ্যে যেসব এলাকাবাসীর নামে অপপ্রচার চালানো হয়েছে, তাদের কাছে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেয়া হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।