২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ফারুক আহম্মেদ

আমাদের প্রতিদিন
1 month ago
84


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ১৯টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি এসব পূজামন্ডবে গিয়ে মন্দির ও পূজা আয়োজক কমিটির সদস্যসহ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় তিনি মন্দির ও পূজা আয়োজক কমিটির কাছে উৎসবকেন্দ্রিক সার্বিক বিষয়ের খোঁজ—খবর নেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় উপস্থিত ভক্ত ও মন্ডপ দর্শনার্থীদের প্রতি প্রার্থনার অনুরোধ জানান।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবীব প্রধান রফিক, পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক যোবায়েরুল হক, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর যুবদলের সভাপতি মঈন উদ্দিন লিপন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন (কাইয়াগঞ্জ) পৌর শহরের বাসুদেববাড়ী জিউ মন্দির (ঠাকুরবাড়ী) কমিটির সভাপতি বিমল কুমার সাহা বৈদ্য, গোলাপবাগ কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, কুঠিবাড়ী মহাশশ্মান শারদীয় দূর্গা মন্দির কমিটির সভাপতি সুজন চন্দ্র বিশ্বাস ছক্কা, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বিশ্বাস সজল, কুঠিবাড়ী কুঠিশ্বরী সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি রবিন রাজভর, সাধারণ সম্পাদক বলয় রাজভর, আরজি খলসী ব্রীজপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র, ববনপুর সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি অনুপ কুমার চাকী, সাধারণ সম্পাদক আকুল চন্দ্র দাশ এবং বটতলী (কাইয়াগঞ্জ) সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth