যৌথ বাহিনীর হাতে ৩ জুয়ারি আটক
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়ন থেকে ৩ জুয়ারি কে আটক করেছে যৌথ বাহিনীর সদস্য।
আটককৃতরা হলেন ধর্মদাশপুর (উচাপাড়)গ্রামের আতোয়ার(৪০),শিমুলবাড়ি গ্রামের গোলজার রহমানের ছেলে মেহেদুল(৩৮)ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে তারাজুল ইসলাম(৩৬)।
গতকাল (১২ অক্টোবর) শনিবার রাতে যৌথ বাহিনী তল্লাসী চালিয়ে এদেরকে খালাশপীর চতরা রাস্তার মঞ্জিলের দর্গাহ নামক স্থান থেকে আটক করা হয়।
এসময় তাদের সাথে নগদ টাকা ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে পীরগঞ্জ থানার পুলিশ জানান।