রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা ডিবি'র অভিযানে ৯০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক। পুলিশ সুপার ডিএসবি, রংপুর মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গঙ্গাচড়া থানাধীন ৬নং গঙ্গাচড়া ইউপি'র চেংমারী ভাঞ্জের মোড় সংলগ্ন আনুর বাজার টু গঙ্গাচড়াগামী বালারঘাট ব্রীজের উপর একটি Hero Passion লাল-কালো রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল বিধি মোতাবেক তল্লাশিকালে চালকের পিছনে সিটে বসা অভিযুক্ত দিনাজপুর জেলার পার্বতীপুর থানার গুলশান নগর এলাকার মৃত শামসুল হোসেনের ছেলে আল-আমিন (২৪) এর ডান হাতে থাকা একটি ঘিয়ে রংয়ের শপিং ব্যাগের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেটে ৯০ পাতা নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট যার প্রতি পাতায় ১০টি করে সর্বমোট ৯০০ (নয়শত) টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। অতঃপর আলআমিনসহ মোটরসাইকেল চালক একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ লালু মিয়া (৩০) মোট ২জনকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।