গঙ্গাচড়ায় তারেক রহমানের পক্ষে পুজামন্ডপে ছাত্রদল নেতা জোহার অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুজা মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা।
শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গংগাচড়া উপজেলার (রংপুর-১ আসনের) বড়বিল,সদর ইউনিয়ন, বেতগাড়ি ইউনিয়ন, লক্ষিটারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।এ সময় তিনি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি। পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা দিনরাত পাহাড়া দিচ্ছে।