খলেয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ প্রদান করেন-চেয়ারম্যান মোত্তালেবুল

আঃ রহিম, পাগলাপীর রংপুর:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ৫নং খলেয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ রাতভর পরিদর্শন ও নগত অর্থ প্রদান করেন ৫নং খলেয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোত্তালেবুল হক।গতকাল খলেয়া ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটি সভাপতি / সম্পাদক দের সাথে কুশল বিনিময় করেন খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান মোত্তালেবুল হক। শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান মোত্তালেবুল হক জানান আমার ইউনিয়নের সকল পূজামণ্ডবে গ্রাম পুলিশ দাযিত্বে রয়েছে ও বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে উৎসব পালন করার সংস্কৃতি দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়েছি। তিনি আরো বলেন আমি আপনাদের সেবক হিসাবে আছি এবং সবসময় থাকবো। (ছবি আছ)