৮ আষাঢ়, ১৪৩২ - ২২ জুন, ২০২৫ - 22 June, 2025

হারাগাছে বিড়ি শিল্প ধংস ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
8 months ago
426


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের হারাগাছে কয়েক লাখ শ্রমজীবি মানুষের কর্মসংস্থান বিড়ি শিল্প ধংস ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকরা। ১৪ অক্টোবর সোমবার দুপুরে কাউনিয়া উপজেলায় বিড়ি শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিভিন্ন এলাকার নারী-পুরুষ শ্রমিকরা হকবাজার এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এক ঘন্টা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি ও হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, বাংলাদেশ বিড়ি শ্রমিক কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সম্পাদক আবুল হাসনাত লাবলু, হারাগাছ বিড়ি মজদুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, বিড়ি প্যাকিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়ামিন আলী, সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মোত্তালেব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, হারাগাছে বড় ছোট প্রায় দেড় শতাধিক বিড়ি কারখানায় কয়েক লাখ নারী পুরুষ শ্রমিকরা কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সম্প্রতি সরকারি বিভিন্ন দপ্তরে নাম বিহীন অভিযোগে এ অঞ্চলের শ্রমিকদের কর্মসংস্থান বিড়ি শিল্প ধংস করার ষড়যন্ত্রের পাঁয়তারা করা হচ্ছে। হারাগাছে বিড়ি কারখানা ছাড়া অন্য কোন কলকারখানা নাই। বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে গেলে কয়েক লাখ নারী পুরুষ শ্রমিকরা বেকার হয়ে পরবে। এজন্য বিড়ি শিল্প ধংস করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দ্বারাতে আমাদের সকল শ্রমিককে এক্যবদ্ধ থাকতে হবে। কারখানাগুলো মজুরী বৈষম্য দুর করা সহ বিড়ির উপর বৈষম্যমুলক আয়কর প্রত্যাহার করতে হবে।  নাম বিহীন অভিযোগকারীকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতার দাবী জানান বক্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth