১৭ বৈশাখ, ১৪৩২ - ৩০ এপ্রিল, ২০২৫ - 30 April, 2025

তথ্যযুদ্ধের শঙ্কা ফেসবুকে গুজবে ভরপুর

আমাদের প্রতিদিন
6 months ago
148


আমাদের ডেস্কঃ

ঢাকার সড়কে পোশাকের কারণে তরুণীকে হেনস্তা এমন পোস্ট দেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। ঘণ্টার ব্যবধানে কয়েকদফা পোস্টটি সম্পাদনাও (এডিট) করেন তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পথশিশুদের কাছে হেনস্তার শিকার হয় এক নারী। ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রটানো হয় পোশাকের জন্য মার্কিন নারীকে হেনস্তা করা হয়েছে। দেশ-বিদেশ থেকে একের পর এক পোস্ট শেয়ার করেন নেটিজেনরা।

এর আগে গত ৮ অক্টোবর রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দ্বন্দ্বের তথ্য ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, পুরো ঘটনাই গুজব ছিল। অন্তবর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়েও ছড়ানো হচ্ছে বিভিন্ন গুজব যা অতিরিক্ত হচ্ছে বলে মনে করছেন সকলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিথ্যাচার ও গুজবের কারণে দেশে-বিদেশে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি। পক্ষে-বিপক্ষে নানা যুক্তি-তর্ক উপস্থাপনের পাশাপাশি তৈরি হচ্ছে বিদ্বেষ-বিভক্তিও। এসব ঘটনায় নেটিজেনদের তথ্যযুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকেরা।

রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে গুজব ছড়ায় দ্রুত। এর সুযোগ নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। ফ্যাক্ট চেকাররা বলছেন, গুজব প্রতিরোধে ব্যবস্থা না নিলে অপ-তথ্যের বিস্তার ঠেকানো যাবে না।

গণযোগাযোগ ও সাংবাদিকতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মামুন বলেন, যারা গুজব ছড়াচ্ছে তারা এক ধরনের পরিচিত ফিগার, জাতীয়ভাবে এবং ধর্মীয়ভাবে। ফলে তাঁদের আবার যখন মূল ধারার গণমাধ্যম পিক করছে তখন সেটি একটি বস্তুনিষ্ঠ তথ্য হয়ে উঠছে। একটি গণমাধ্যমকে আবার আরেকটি গণমাধ্যম পিক করছে। তখনই একটা স্পাইরাল ওয়েতে গুজবটি ছড়াতে থাকছে।

এএফপির ফ্যাক্টচেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির বলেন, তথ্যযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান সরকার। আমরা যদি এই যুদ্ধ মোকাবিলায় রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রের বাইরেও যারা আছি তাঁরা যদি প্রস্তুতি না নেই তাহলে এটি আমাদের জন্য বড় ধরনের শংকার কারণ হতে পারে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করে বলেছেন যেকোনো গুজব বা মিথ্যাচার ঠেকাতে অন্তবর্তীকালীন সরকার সতর্ক । এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাহিদ বলেন, শেখ হাসিনার সরকার টিকেই ছিল আসলে মিথ্যার ওপরে ভর করে। এখনও সেই মিথ্যাকেই তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তবে যে অর্জন মানুষ রক্ত দিয়ে পেয়েছে সেটাকে আর কোনো গুজব বা মিথ্যা দিয়ে ম্লান করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth