পদত্যাগ করলেন বেরোবি রেজিস্ট্রার
নিজস্ব প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। গতকাল সোমবার বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বরাবর চাকরি অব্যাহতির আবেদন করেন তিনি।
আবেদনে উল্লেখ করেন, আমার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রেজিস্ট্রার পদের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করছি। চাকরিকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কাছে যে সহযোগিতা পেয়েছি তার জন্য ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলামকে।
এর আগে, বেরোবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর কাছে রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরীকে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে কর্মকর্তারা তার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছিলেন।
জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি তৃতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রেজিস্ট্রার প্রকৌশলী মুহাম্মদ আলমগীর চৌধুরী একের পর এক অবৈধভাবে নানা সুবিধা নিয়েই চলছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদকের তদন্ত চল