২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারত যাবার পথে রোহিঙ্গা যুবক আটক

আমাদের প্রতিদিন
4 weeks ago
111


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত যাবার পথে জামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম আলদীন।

এর আগে সোমবার(১৪ অক্টোবর) রাতে  স্থানীয় পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩—এস এলাকা থেকে স্থানীয়রা রোহিঙ্গা যুবককে আটক করে।

আটক রোহিঙ্গা যুবক জামাল হোসেন মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী এক নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই—৯ এ বসবাস করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা যুবক জামাল হোসেন ওই উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩—এস হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ধাওয়া দিলে বাংলাদেশে ফেরত আসেন। পরে স্থানীয় লোকজন সীমান্তের আনুমানিক ৭শত বাংলাদেশের অভ্যন্তর থেকে রোহিঙ্গা যুবত জামাল হোসেনকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন।

ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতে যাবার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি'র কাছে স্বীকার করেন আটক যুবক জামাল হোসেন। পরে আটক যুবককে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth