কুড়িগ্রাম নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে । অনুষ্ঠানটির আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ ও সিডিপি কুড়িগ্রাম । দিবসটি উপলক্ষে জেলা সদরের যাত্রাপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও মায়েরা সম্মিলিত ভাবে হাত ধোয়ায় অংশ নেয় । পরে অনুষ্ঠিত হয় সমাবেশ । এসময় হাত ধোয়ার গুরুত্ব তুলে বক্তব্য রাখেন সিডিপি ম্যানেজার মি:রোমিও রতন গোমেজ , যাএাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন,কমিউনিটি ক্লিনিক এর সিএইচ সিপি উম্মে কুলসুম, হেলথ অফিসার মনিরা আক্তার ও সিডিসি সহ সভাপতি রতন চন্দ্র সরকার প্রমুখ ।