২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

শারদীয় দূর্গাপূজায়  মহাসড়কে যানজট মুক্ত রাখার পরিশ্রম করেন তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ

আমাদের প্রতিদিন
4 weeks ago
120


আঃ রহিম, পাগলাপীর রংপুর:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা  চলাকালিন জনসাধারণের যাতায়াত ব্যবস্থা সুগম ও মহাসড়ক যানজট মুক্ত করার লক্ষ্যে রংপুর জেলার হাইওয়ে রিজিয়ন এর পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া ( অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর  দিকনির্দেশনায়  এবং রংপুর জেলার হাইওয়ে রিজিয়ন এর সহকারী পুলিশ সুপার জনাব হরেশ্বর রায় এর সার্বিক সহযোগিতায় রংপুর-দিনাজপুর মহাসড়কে যানজট মুক্তকাজ করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান সহ সকল অফিসার ফোর্স নিরলস পরিশ্রম করেন।  (ওসি) মোঃ হাফিজুর রহমান  সাংবাদিককে জানান রংপুর জেলার হাইওয়ে রিজিয়ন এর পুলিশ সুপার এর  দিকনির্দেশনায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বাজারে রাত-দিন  দাঁড়িয়ে থেকে যানজট মুক্ত ও  যাত্রীদের খোঁজখবর নেওয়া হয় , যেন কোন প্রকার অপরাধ না হয়। পূজায় চুরি-ডাকাতি, দস্যুতা, মলম পার্টি রোধকল্পে দিবা-রাত্রিকালীন রংপুর-দিনাজপুর মহাসড়কে পুলিশের টহল প্রদান করেছেন (ওসি)।এদিকে শারদীয় দূর্গাপূজা এবার রংপুর-দিনাজপুর মহাসড়কে যানজট না থাকায় চালক নির্বিঘ্নে গাড়ি নিয়ে গন্তব্যে যেতে পারছে, স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে চালক ও যাত্রীরা সকলেই অনেক খুশি।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth