২৬ কার্তিক, ১৪৩১ - ১১ নভেম্বর, ২০২৪ - 11 November, 2024

বিরলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত: পূর্বমহেশপুর এর মামলা পাল্টা মামলার আপোষ মিমাংসা সম্পন্ন

আমাদের প্রতিদিন
3 weeks ago
104


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে কর্জের টাকা ফেরৎ নিয়ে দ্বন্দ্বের পর মারপিট ও মামলার ঘটনায় উভয়পক্ষ আপোষ মিমাংসা করায় সকল ভুলবুঝাবুঝির অবসান ঘটিয়ে মামলা মোকদ্দমা তুলে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরের সাথে আগামীতে মিলেমিশে চলার ঘোষনা দিয়েছেন উভয়পক্ষ।আজ (১৬ অক্টোবর) বুধবার সকালে বিরল পৌরশহরের পূর্বমহেশপুর মোড়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালাইনাশক বিক্রেতা মোঃ মাহবুব আলম। বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলনসহ স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোঃ মাহবুব আলম বলেন, অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে অনেকের মানসম্মানহানী হয়, যাতে আমি অনুতপ্ত হই এবং আমার পরিবার ও শুভাকাঙ্খিদের সাথে বিষয়টি আলোচনা করে বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন ভাইসহ অন্যাদের সাথে আপোষ মিমাংসা করে নেই। আমার সাথে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যা কিছু বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রচার করা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ও ব্যথিত। আমি সকলের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।

তিনি আরো বলেন, আমি উক্ত ঘটনার জন্য অনুতপ্ত। আমার কোন কথা ও কাজে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি তার জন্য মর্মাহত। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারায় এবং পরবর্তীতে বুঝে উঠায় আমার সঙ্গীয় লোকজনকে নিয়ে আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমসহ সকলকে প্রকৃত বিষয় জানানোর জন্য সংবাদ সম্মেলন এর আয়োজন করেছি। সেই সাথে আমি ঘোষণা করছি গত ২৪ সেপ্টেম্বর/২০২৪ তারিখে ৫ টার সময়ে পূর্বমহেশপুর মোড়ে ঘটে যাওয়া বিষয়টি সম্পূর্ণ ভুলবুঝাবুঝি থেকে মামলা পর্যায়ে গড়ায়। আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কারো বিনানুরোধে বিবেকের তাড়নায় সংবাদ সম্মেলন করে প্রকৃত বিষয় জানানোর জন্য সংবাদ সম্মেলন এর মাধ্যমে সকলকে অবগত করলাম। সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি নিবেন বলে অনুরোধ রইলো। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি সন্তোষজনক জবাব প্রদান করেন। অপর এক প্রশ্নের জবাবে, মিজানুর রহমান মিলন বলেন আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য ভালো কিছু করতে চাই। সকলে মিলেমিশে একসাথে সমাজের উন্নয়নে কাজ করতে চাই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth