গঙ্গাচড়ায় রাস্তায় বেড়া: যাতায়াতে শিক্ষার্থী ও পথিকদের দুর্ভোগ চরমে
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদ পাড়া ইসলামীয়া বহুমুখী আলিম মাদ্রাসা যাতায়াতের পূর্ব দিকের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে সংকোচিত করার অভিযোগে উঠেছে। এতে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শিক্ষার্থীরা গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবদন জানিয়েছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
সাউদ পাড়া ইসলামীয়া বহুমুখী আলিম মাদ্রাসাটি তিস্তা নদীর ডানতীরের ডাইকের পাশেই অবস্থিত। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ওই ডাইকটি প্রায় ৫ ফুট প্রশস্ত ব্লক পিচিং নির্মান করে। যা চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে মৃত আব্দুল গণি মিয়ার ছেলে হাসানুর রহমান তার বাড়ির পাশে ব্লক পিচিং এর অর্ধেক বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণের চলাচলে ওই বেড়ায় জামা ও বইয়ের ব্যাগ আটকে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের।
মাদ্রাসাটির শিক্ষার্থী মুশফিকুজ্জামান (লুইচ), মোঃ সুমা, নুর-আমিন, সালমান ফারসী, নাহিদ ইসলাম, শারমুন ইসলাম, সাজ্জাদুর রহমান, শোয়াইবুর রহমান, মোঃ সাগর, আজারুল ইসলাম, মোঃ সুমনসহ অনেকেই জানান, যাতায়াতের সমস্যার কারণে বেড়াটি রাস্তা থেকে সরিয়ে নিতে বললে হাসানুর রহমান ও তার স্ত্রী আমাদের গালিগালাজ করেন।
এ বিষয়ে গত ৭ অক্টোবর সরজমিন উপস্থিত হলে বেড়া মালিক হাসানুর রহমান ২/১ দিনের মধ্যে সরিয়ে নিবেন বলে আমাদের জানিয়েছেন। এরপরও আজ ১৬ অক্টোবর পর্যন্ত তিনি বেড়াটি সরিয়ে নেননি।
গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া