৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

সুন্দরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

আমাদের প্রতিদিন
8 months ago
181


আসাদুল ইসলাম,সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধা সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজির হোসেন।

বুধবার দুপুর ১১ টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকরা উপজেলায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে ইউএনও র সুদৃষ্টি কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন বলেন, যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী।এ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি সুন্দরগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি বদরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth