গঙ্গাচড়ায় ছাত্রদলের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের আয়োজনে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় শাখার সিনিয়র সহসভাপতি আবু আহসান ইয়াহিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শাখার আহবায়ক শরীফ নেওয়াজ জোহা।
এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু, সদস্য সচিব আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন প্রামানিক লিজু, উপজেলা যুব দলের সদস্য সচিব শাহিন আলম সোনা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান রঞ্জুসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।