৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

গোবিন্দগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমাদের প্রতিদিন
8 months ago
200


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা  মরহুম আব্দুল লতিফ প্রধান স্মৃতি  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বিকেলে শ্রীমুখ ইটভাটা মাঠে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম জুয়েল, গোবিন্দগঞ্জ পৌর বিএনপি,র সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার আব্দুল মালেক সরকার, উপজেলা বিএনপি’র চলতি দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাহিদুর রহমান রানক, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম সরকার, সদস্য সোহানুর রহমান সোহাগ, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজু মিয়া, সাধারণ সম্পাদক আহাদ আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় রংপুরের পীরগঞ্জ ফুটবল একাদশকে ২—০ গোলে পরাজিত করেন বগুড়ার কাহালু ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম এবং খেলায় ধারা ভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth