৫ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

বিরলে আবারো আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ আটক ৭ জন

আমাদের প্রতিদিন
9 months ago
256


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে আবারো আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় ১ জন মানব পাচারকারী এবং ৬ জন সাধারণ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০০.০৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৩০ মেইন পিলার এর নিকটবর্তী আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতের মধ্যে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ৭ জনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আটককৃত ৭ জন বাংলাদেশী নাগরিক এর মধ্যে ১ জন মানব পাচারকারী এবং অন্য ৬ জন বাংলাদেশী সাধারণ নাগরিক। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বিজিবি জানানয়, ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামের মানব পাচারকারী আব্দুল আজিজ এর ছেলে মোশারফ (৩০), বাংলাদেশী সাধারণ নাগরিকদের মধ্যে একই ইউনিয়নের বুড়িরহাট গ্রামের রবীন্দ্রনাথ সেন এর ছেলে পলাশ চন্দ্র সেন (৩৩) বীরেশ দেব শর্মার এর মেয়ে প্রিয়াঙ্কা রাণী (২৫), পলাশ চন্দ্র সেন এর ছেলে ধুবো চন্দ্র সেন (৭), ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের জয়দেব মহন্ত এর স্ত্রী শম্পা রাণী (২২), মেয়ে জবা রাণী (৬) ও ঋতু রাণী (৩)।

আটককৃত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth