২৬ কার্তিক, ১৪৩১ - ১১ নভেম্বর, ২০২৪ - 11 November, 2024

কিশোরগঞ্জে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত, তিন ব্যবসায়ীর জরিমানা

আমাদের প্রতিদিন
3 weeks ago
91


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

দ্রব্যের বাজার দর যাচাইয়ে বাজার মনিটরিং করেছে কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। এসময় তিনি দ্রব্যের দাম বেশি নেয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন ব্যবসায়ীর জরিমানাও করেন।

বুধবার (১৬ অক্টোবর) রাতে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর প্রধান বাজারে দ্রব্যমূল্য যাচাই করতে মনিটরিংয়ে যান। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কাঁচা মরিচ ও পিঁয়াজের দাম বেশি নেয়ায় এক ব্যবসায়ীর ৫ শত টাকা, অপর দিকে ডিমের দাম বেশি নেয়া ও হিসাব না রাখার দায়ে দুই ব্যবসায়ীর ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন। বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রিসহ বাজার দরের তালিকা দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেন।

এ খবর পেয়ে ক্রেতারা সহকারী কমশিনার (ভূমি) যে দোকানে অবস্থান করছিলেন সেখানে ভিড় করেন এবং এক শত টাকা দরে পিঁয়াজ কিনে নেন। ক্রেতারা এ সময় বলনে- আমাদের কাছে ব্যবসায়ীরা এক কেজি পিঁয়াজ এক শত কুড়ি টাকা দাম নেয়, এসি ল্যান্ড বাজারে উপস্থিত থাকায় এক শত টাকা দরে পিঁয়াজ কিনলাম। কেজিতে কুড়ি টাকা রক্ষা হল। ক্রেতারা এ অফিসারকে নিয়মিত বাজার মনিটরিংয়ের আহ্বান জানান।

সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন- বাজার মনিটরিংয়ে গিয়ে দ্রব্যের দাম বেশি নেয়ার অভিযোগে তিন ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ব্যবসায়ীকে ক্রেতাদের কাছে দ্রব্যের ন্যায্য মূল্য নেয়াসহ দ্রব্যের ন্যায্য দরের তালিকা দোকান ঘরে দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth