৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ময়লা-আবর্জনার ছড়াছড়ি, প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

আমাদের প্রতিদিন
9 months ago
255


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরসহ আশপাশে প্রতিনিয়ত ফেলানো হয় খাবারের উচ্ছিষ্টসহ নানা ময়লা-আবর্জনা। চিকিৎসক, নার্স, রোগীসহ হাসপাতালের যাবতীয় ময়লা-আবর্জনা মেডিকেল বর্জ্য জমা হয় এখানে। এসব ময়লা-আবর্জনার ভাগাড়ে ছড়িয়ে পড়া দুর্গন্ধে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। অবস্থায় রমেক হাসপাতাল পরিদর্শনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রংপুর জেলা প্রশাসন।

আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ, গণপূর্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ওয়ার্ডগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে, ব্যবহার অনুপযোগী টয়লেটসহ হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে অনেকটাই খারাপ লাগছে।

তিনি আরও বলেন, আমরা ৩০ কর্মচারী দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলাম। হাসপাতালের চিকিৎসাবান্ধব পরিবেশ তৈরিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল পরিদর্শন অব্যাহত থাকবে।

এদিকে ¤প্রতি মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ভেঙে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে দেখা যায় হাসপাতালের নতুন ভবনের সামনে, সাইকেল গ্যারেজের বিপরীতে, পূর্ব গেটের প্রবেশমুখসহ হাসপাতাল চত্বরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকাসহ সচেতনতার অভাবে যত্রতত্রভাবে প্রতিনিয়ত খাবারের উচ্ছিষ্ট ফেলছেন রোগীর স্বজনরা। আর হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরাও ফেলছেন মেডিকেল বর্জ্যসহ নানা আবর্জনা। এমন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, চিকিৎসক শিক্ষার্থীরা। তারা বলছেন, দুর্গন্ধের কারণে হাসপাতাল চত্বর আশপাশে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। সুস্থ হতে এসে অনেকেই হাসপাতালের বাইরের নোংরা পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন।  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth